গাজীপুর-৪
বঙ্গতাজকন্যা রিমির আসনে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী, জানালেন অসুস্থতা ও চাপের কথা

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে চাপ সইতে না পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান।
মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ হিসেবে শারীরিক অসুস্থতা, আর্থিক সংকট ও নির্বাচনি চাপের কথা উল্লেখ করেন তিনি।
মো. সামসুদ্দিন খান বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আমি দলীয় লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। বর্তমানে আমার শারীরিক ও পারিবারিক সেইসঙ্গে আর্থিক সমস্যার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আমার যে শারীরিক অবস্থা তাতে নির্বাচনে কার্যক্রম চালিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
স্থানীয় সূত্র জানায়, সামসুদ্দিন খান দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। তিনি কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি। কয়েকটি নির্বাচনে এই আসন থেকে তিনি লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে পুরোদমে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। নির্বাচনি পোস্টার ছাপিয়ে বিভিন্ন জায়গায় টানানো হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ‘শুনেছি লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। নির্বাচনি বিধিমালায় তিনি প্রার্থী হিসেবেই গণ্য হবেন। তাই এ ধরনের ঘোষণা তার ব্যক্তিগত।
কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল কবীর, গাজীপুর জেলার জাতীয় যুব সংহতির সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেন ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বাদশা আব্দুল্লাহ প্রমূখ।
প্রসঙ্গত, এই আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের কন্যা ও তিন বারের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও তার ফুফাত ভাই শিল্পপতি আলম আহমেদ।
(ঢাকাটাইমস/২জানুয়ারি/এআর)

মন্তব্য করুন