চট্টগ্রামে আধা ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মায়ের মৃত্যুর খবর শুনে আধা ঘণ্টার মাথায় হার্ট অ্যাটাকে ছেলে মো. রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর মরিয়মনগর ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিমের মা বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মায়ের মৃত্যুর খবর শুনে রাত ১০টার দিকে হার্ট অ্যাটাক করেন ছেলে।
তারা আরও জানান, পরে রেজাউল করিমকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মা-ছেলেকে বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন