বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে মাহমুদা এ্যাটায়ার্স লিমিটেডের (রাইজিং গ্রুপ) শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সূতিপাড়া ইউনিয়নের মাহমুদা এ্যাটায়ার্স লিমিটেডের (রাইজিং গ্রুপ) শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
অবরোধে অংশ নেওয়া শ্রমিকরা জানান, সরকার ঘোষণা অনুযায়ী কারখানার কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি করেনি। এখানে কোনো গ্রেড নেই। সবাই সমান হারে বেতন পায়। আমরা বেতন বৃদ্ধির জন্য কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়। এ ছাড়া মালিক পক্ষের ভাড়া করা মজনু নামে এক স্থানীয় নেতার লোকজন দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের সহকর্মী মামুনসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
পরে ধামরাই থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের মধ্যে আলোচনা করানোর শর্তে মহাসড়ক থেকে তারা অবরোধ তুলে নেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হয়। কর্তৃপক্ষ সরকারি নীতি অনুযায়ী বেতন দেবেন বলে জানিয়েছেন। পরবর্তীতে শ্রমিকরাও আন্দোলন থেকে সরে আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন