ভালুকায় আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ১৫:৩৮
অ- অ+

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ আসনে নৌকার জয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী। নৌকার কান্ডারি কাজিম উদ্দিন আহমেদ ধনুর সঙ্গে আব্দুল ওয়াহেদের লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। প্রচার-প্রচরণায় তেমন মাঠে নেই অন্য প্রার্থীদের।

তবে নৌকাকে টালমাটাল করতে পারেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদ। ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্রের প্রার্থিতা করছেন তিনি। জনতার প্রার্থী দাবি করে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

নৌকা ও স্বতন্ত্র ছাড়াও এ আসনে প্রার্থী রয়েছেন আরও চারজন। প্রচার-প্রচরণায় কম রয়েছেন তারা। এদিকে শান্তিপূর্ণ ও প্রতিহিংসা মূলক নির্বাচনের দাবি করেছেন সাধারণ ভোটাররা।

এ আসনটিতে মোট ভোটার তিন লাখ পয়ত্রিশ হাজার নয়শো পঁচানব্বই। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাতষট্টি হাজার তিনশ’ সাতজন, মহিলা এক লাখ আটষট্টি হাজার ছয়শত ছিয়াশি এবং হিজড়া ভোটার সংখ্যা দুজন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১০৫টি যার মধ্যে সাধারণ ৬৪ এবং ঝুঁকিপূর্ণ ৪১টি।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এরশাদুল আহমেদ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে এ পর্যন্ত প্রশাসনিক সকল কাজ সম্পন্ন করা হয়েছে। সাধারণ ভোটাররা সুষ্ঠু ভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলেও আশাবাদী তিনি।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা