পাঁচবিবির ৫৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ১৮:১২
অ- অ+
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটকেন্দ্রের পরিবেশ বিবেচনা করে ৫৩টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্র হিসেবে বিবেচনা করেছে পুলিশ প্রশাসন।

এছাড়াও সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১৬টি। এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৯টি।

শুক্রবার বিকালে পুলিশের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্রের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এই কর্মকর্তা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে উপজেলার ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।

উপজেলার ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বালিঘাটা ইউনিয়নে ৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ৫টি, ধরঞ্জী ইউনিয়নে ৬টি, বাগজানা ইউনিয়নে ৫টি, আটাপুর ইউনিয়নে ৫টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৬টি, আওলাই ইউনিয়নে ৯টি কুসুম্বা ইউনিয়নে ৭টি ও পৌরসভার ৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে বিবেচনা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা