পাঁচবিবির ৫৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটকেন্দ্রের পরিবেশ বিবেচনা করে ৫৩টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্র হিসেবে বিবেচনা করেছে পুলিশ প্রশাসন।
এছাড়াও সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১৬টি। এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৯টি।
শুক্রবার বিকালে পুলিশের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্রের বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এই কর্মকর্তা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে উপজেলার ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।
উপজেলার ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বালিঘাটা ইউনিয়নে ৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ৫টি, ধরঞ্জী ইউনিয়নে ৬টি, বাগজানা ইউনিয়নে ৫টি, আটাপুর ইউনিয়নে ৫টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৬টি, আওলাই ইউনিয়নে ৯টি কুসুম্বা ইউনিয়নে ৭টি ও পৌরসভার ৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে বিবেচনা করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন