স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা: গাজীপুরের পুলিশ সুপার 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:২৭

গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বলেছেন, বিরোধী দল বিএনপি-জামায়াতের হরতালকে উপেক্ষা করেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছেন সাধারণ ভোটাররা। আর ভোটারদের নিরাপত্তা দিতে গাজীপুরের পাঁচটি আসনে দেড় হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

রবিবার বিকাল ৩টার দিকে গাজীপুর-১ আসনের মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা গাজীপুরের সব উপজেলায় ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি। কোথাও কোন নাশকতা ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। আমরা আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পুলিশ সুপার (অপরাধ) সারোয়ার আলম, গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :