কুমিল্লা-১ আসনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বিজয়ী

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৯:১৬ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর।

রবিবার রাতে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম পৃথকভাবে দুটি উপজেলার ফলাফল ঘোষণা করেন।

এ সময় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান পেয়েছেন ২৩,৬৭৩ ভোট।

নৌকা প্রতীকের এই প্রার্থী দাউদকান্দি উপজেলায় পেয়েছেন ১,১৩,৯০৭ ভোট এবং তিতাস উপজেলায় পেয়েছেন ৪৫,৮৩১ ভোট। দুই উপজেলায় মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৫৯,৭৩৮।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :