আমি মূলত জয় বাংলার লোক: শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১২:৩২

আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর ‘মূলত জয় বাংলার লোক’ বলে জানিয়েছেন।

বুধবার জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছেন বলে জানিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে অভিযানের মধ্যে বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তখন পুলিশ জানিয়েছিল, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামি।

১৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজেদের (বিএনপির) ‘ভগবান’ বলে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসা শাহজাহান ওমর ২৫ দিন কারাভোগের পর ২৯ নভেম্বর সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান শাহজাহান ওমর। এর একদিন পরেই তাকে দলীয় মনোনীত প্রার্থী করে আওয়ামী লীগ।

মুক্ত হওয়ার পর শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘জিয়ার রাজনীতির চেয়ে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। নৌকার হয়ে ভোট করব।’

ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৯০টি কেন্দ্রের ফলাফলে ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন এম শাহজাহান ওমর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জনদুর্ভোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: আমিনুল 

ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: রবি

প্রশাসন থেকে গণহত্যায় সহায়তাকারীদের সরাতে হবে: জুয়েল

বিপ্লবের ১০০ দিন পর ইনডেমনিটি অর্ডিন্যান্সের প্রয়োজন কেন, প্রশ্ন মঈন খানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ গঠন, প্রেসিডেন্ট তারেক রহমান

জনগণ প্রত্যাখ্যান করে এমন পথে এগোবেন না: ফারুক

স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

১০ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি, লক্ষ্য কী? নির্বাচনি রোডম্যাপের দাবি জোরালো করা?

এই বিভাগের সব খবর

শিরোনাম :