আমি মূলত জয় বাংলার লোক: শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১২:৩২
অ- অ+

আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর ‘মূলত জয় বাংলার লোক’ বলে জানিয়েছেন।

বুধবার জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছেন বলে জানিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে অভিযানের মধ্যে বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তখন পুলিশ জানিয়েছিল, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামি।

১৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজেদের (বিএনপির) ‘ভগবান’ বলে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসা শাহজাহান ওমর ২৫ দিন কারাভোগের পর ২৯ নভেম্বর সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান শাহজাহান ওমর। এর একদিন পরেই তাকে দলীয় মনোনীত প্রার্থী করে আওয়ামী লীগ।

মুক্ত হওয়ার পর শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘জিয়ার রাজনীতির চেয়ে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। নৌকার হয়ে ভোট করব।’

ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৯০টি কেন্দ্রের ফলাফলে ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন এম শাহজাহান ওমর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা