ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১৮:০১

ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে বুধবার নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। নিক্ষিপ্ত ছাই মেঘ তার শিখর থেকে দুই কিলোমিটার (৬ হাজার ৫৬১ ফুট) উপরে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ আগ্নেয়গিরির সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। খবর এএফপি’র।

অগ্ন্যুৎপাতটি পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে অবস্থিত পর্বতে কয়েক সপ্তাহের উচ্চতর আগ্নেয়গিরির কার্যকলাপ অনুসরণ করে এবং নিকটবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করার জন্য স্থানীয় সরকারকে সতর্ক করেছে।

স্থানীয় কর্মকর্তা বেনেডিক্টাস বলিবাপা হেরিন বুধবার এএফপি’কে বলেছেন, ‘গরম ছাই এড়াতে স্থানীয় সম্প্রদায়গুলোকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

হেরিন বলেন, স্থানীয় কর্তৃপক্ষ দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে, যেখানে বর্তমানে প্রায় ৫ হাজার লোকের থাকার ব্যবস্থা রয়েছে।

দেশটির আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্র (পিভিএমবিজি) গত সপ্তাহে দ্বিতীয়-সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার পরে এবং আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশে চার থেকে পাঁচ কিলোমিটারের একটি বর্জন অঞ্চল আরোপ করার পরে মঙ্গলবার গভীর রাতে লেওটোবি লাকি-লাকির সতর্কতা স্তর ৪-এ উন্নীত করেছে।

পিভিএমবিজি প্রধান হেন্দ্রা গুনাওয়ান এক বিবৃতিতে বলেছেন, আগ্নেয়গিরির কাদা নদীতে প্রবাহিত হওয়ায় স্থানীয়দের সম্ভাব্য বন্যার জন্য সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘শ্বাসযন্ত্রে আগ্নেয়গিরির ছাইয়ের বিপদ রোধ করতে’ মানুষের মুখোশ পরা উচিত।

এদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ মঙ্গলবার দেশের সুমাত্রা দ্বীপে অবস্থিত মাউন্ট মারাপির সতর্কতার অবস্থা দ্বিতীয় সর্বোচ্চ স্তরে বাড়িয়েছে এবং এর জ্বালামুখ থেকে ৪.৫ কিলোমিটার বর্জন অঞ্চল আরোপ করেছে।

এর আগে গত ডিসেম্বরে মারাপির অগ্ন্যুৎপাতে ২৩ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের উপর অবস্থিত। এটি তীব্র আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের ক্রিয়াকলাপের একটি এলাকা এবং প্রায় ১৩০টি আগ্নেয়গিরি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের শেষকৃত্য মঙ্গলবার, ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক 

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্ব নেতা 

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি

ইব্রাহিম রাইসি: বিচারক থেকে প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহীর মৃত্যু নিশ্চিত করল ইরান  

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

এই বিভাগের সব খবর

শিরোনাম :