আবুল হাসান মাহমুদ আলীই হলেন অর্থমন্ত্রী

হাসান মেহেদী, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ২২:১৯
অ- অ+

আওয়ামী লীগ সরকারের পঞ্চম মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। এই অর্থনীতিবিদ একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাইমস বলেছিল- ‘অর্থমন্ত্রী হচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী’। সংবাদ প্রকাশের পর রাতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনের পর তেমনটাই দেখা গেল।

এর আগে আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এরপর রাতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব একটি প্রজ্ঞাপন জারি করেন। সেই প্রজ্ঞাপনে আবুল হাসান মাহমুদ আলীকে অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাসান মাহমুদ আলী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ঢাকা টাইমসকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ে একজন অর্থনীতিবিদ দেওয়ার কথা ভেবেছেন প্রধানমন্ত্রীসহ সিনিয়ার নেতারা। আবুল হাসান মাহমুদ ভাই একজন শিক্ষক মানুষ। তাকে অর্থমন্ত্রী বানালে এই সেক্টরে অনেক কাজ তিনি করতে পারবেন।’

আবুল হাসান মাহমুদ আলী একজন প্রখ্যাত রাজনীতিবিদ, কূটনীতিক ও অর্থনীতিবিদ। তিনি এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন।

নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। এরপর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এইচএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা