সিলেটে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সিলেটে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান।
সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক- ইনচার্জ মো. মেশকাত-উল-আনোয়ার খান, কোম্পানী সচিব ও এসভিপি মো. কায়সার রশিদ, সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক ও ভিপি বি এম সাইফুজ্জামান, সিলেট অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ ও অপারেশন্স ম্যানেজারগণ এবং উপশাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত সংগ্রহ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন অতিথিবৃন্দ। বিশেষত শাখা ব্যবস্থাপকদের খেলাপী ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ারও আহ্বান জানানো হয়।(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

মন্তব্য করুন