মধুখালীর কোমরপুর গ্রামের দুইপক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করলেন নাসিরুল ইসলাম

ফরিদপুরের মধুখালীর কামারখালি ইউনিয়নের কোমরপুর গ্রামে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। এবার সেই বিরোধ মীমাংসা করে দিলেন কেন্দ্রীয় কৃষকদলের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম।
শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি দুইপক্ষকে নিয়ে বসে এই বিরোধ মীমাংসা করে দেন। তার এমন উদ্যোগে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, কামারখালি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কাস আলী মৃধা এবং স্থানীয় হাবিব মেম্বারের মধ্যে পারিবারিক ও এলাকাভিত্তিক কোন্দল ছিল, যা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছিল। এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। বিষয়টি জানতে পেরে খন্দকার নাসিরুল ইসলাম তা মীমাংসার উদ্যোগ নেন। আজ উভয়পক্ষকে নিয়ে বসে তিনি বিরোধ মীমাংসা করে দেন।
সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আজ দুইপক্ষের সঙ্গে বসে শান্তিপূর্ণ সমাধান করেছি। বিনা শর্তে এই কোন্দল মিটে গেছে। থানা ও জেলা প্রশাসনকে অনুরোধ করব— এলাকার শান্তির স্বার্থে উভয়পক্ষের মধ্যে চারটি মামলা আছে তা প্রত্যাহারের আবেদন করলে তাদেরকে সহায়তা করবেন।’
নাসিরুল ইসলাম আরও বলেন, ‘স্থানীয় বিএনপিকে অনুরোধ করব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান এগিয়ে নিয়ে যাবো। আওয়ামী লীগ যা করেছে আমরা সেই কাজ করতে চাই না। অচিরেই নির্বাচন হবে। তবে অনেক চক্রান্ত হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার।’
(ঢাকাটাইমস/১৭মে/এসএস/এমআর)

মন্তব্য করুন