মন্ত্রীদের নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০১| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩
অ- অ+

টানা চতুর্থদফায় সরকার গঠনের পর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দুই দিনের সফরে গোপালগঞ্জ গেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টার পর ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সেখানে জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

বেলা ১১টা ৫৫ মিনিটে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।

এর আগে সকাল ৯টায় দুদিনের সফরে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। দ্বাদশ জাতীয় সংসদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী আজ টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরদিন কোটালিপাড়ায় কর্মিসভায় বক্তব্য রাখবেন তিনি।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা