আমদানিকৃত গাড়ি ঢাকায় প্রবেশে পথে পথে হয়রানির অভিযোগ, আশ্বস্ত করল ট্রাফিক বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:২৪| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭
অ- অ+

আমদানিকৃত গাড়ি ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রবেশে পথে পথে হয়রানির অভিযোগ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

এ ব্যাপারে মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মইনুল হাসান আশ্বস্ত করেছেন, অযৌক্তিকভাবে কেউ কোনো হয়রানির শিকার হবে না।

বুধবার সকাল সাড়ে ১১টায় বারভিডার সম্মেলন কক্ষে বারভিডা ও মতিঝিল ট্রাফিক বিভাগের যৌথ বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে মোংলা ও চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত গাড়ি ঢাকাসহ বিভিন্ন জেলার প্রবেশ পথে অযৌক্তিকভাবে যাতে কোনো মামলার শিকার না হয় এবং বিআরটিএ-এর গ্যারেজ টোকেন যৌক্তিকতার সঙ্গে দেখা হয়, সেই অনুরোধ করে বারভিডা।

এ সময় মতিঝিল ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ মইনুল হাসান বারভিডার প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং অযৌক্তিকভাবে কেউ কোনো হয়রানির শিকার হবে না বলে আশ্বাস দেন।

তিনি তার বক্তব্যে প্রত্যেক শোরুমের সামনে যাতে আগত ক্রেতা কিংবা বিক্রেতা কোনো গাড়ি মূল সড়কে অবৈধ পার্কিং না করেন, সেই অনুরোধ জানান। একইসঙ্গে প্রত্যেক ব্যবসায়ীকে তার স্ব স্ব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করতে বলেন।

এছাড়াও মোংলা ও চট্টগ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাওয়ার পথে গাড়িগুলোর চুরি ঠেকাতে আরও নিরাপত্তা জোরদারসহ বেশকিছু বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বারভিডা প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারভিডার সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট ২ ও বারভিডা বিআরটিএ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রিয়াজ রহমান। এছাড়া সংগঠনের বিপুল সংখ্যক সদস্যসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/টিআই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা