সহোদর দুই পুলিশ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে হাইর্কোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ২১:৫১
অ- অ+

পুলিশের দুই সহদোর কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোট।

ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নুরে আলম ও তার ভাই ঢাকা মেট্রোপলিটনে কর্মরত পুলিশ কর্মকর্তা সারে আলমের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৭ জানুয়ারি) এ আদেশ দেওয়া হয়। আদেশে অনুসন্ধান শেষে আগামী ৩ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রিট আবেদন সূত্রে জানা যায়, গত বছরের ১৮ এপ্রিল দুদক চেয়ারম্যানের কাছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মুক্তিযোদ্ধা হাজী খুরশেদ আলম এ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিশদ বিবরণ ও তদন্ত চেয়ে লিখিত আবেদন করেন। কিন্তু দুদক এই আবেদনের পরিপ্রেক্ষিতে কালক্ষেপণ করে এবং ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আবেদনকারী খুরশেদ আলম হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা