টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রি শুরু আজ, থাকছে না চিনি-পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৭| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:০১
অ- অ+

ঢাকা মহানগরসহ সারাদেশে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে আজ বৃহস্পতিবার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আজ মোহাম্মদপুর তাজমহল রোডে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

এ বিষয়ে বুধবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য চাল, ভোজ্যতেল ও ডাল বিক্রয় কার্যক্রম চলমান। জানুয়ারি মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল, মসুর ডাল ও চাল বিক্রি করা হবে।

তবে এ মাসে চিনি ও পেঁয়াজ বিক্রি করা হবে না।

নির্দেশনা অনুযায়ী জানুয়ারি মাসে একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল কিনতে পারবেন।

এদিকে গত ডিসেম্বরে প্রাপ্যতা সাপেক্ষে দেশের কয়েকটি স্থানে চিনি ও পেঁয়াজ বিক্রি করলেও চলতি মাসে সেটি বিক্রি করছে না টিসিবি।

জানা গেছে, নির্ধারিত ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। নির্ধারিত ডিলারের কাছ থেকে ফ্যামিলি কার্ডধারীরা পণ্য সংগ্রহ করতে পারবেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা