স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনারের আত্মীয় পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ২৩:২৭
অ- অ+

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম জুটন মিয়া। গ্রেপ্তারের পর তাকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। জুটনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ।

ঢাকা টাইমসকে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর সাথে ছবি প্রদর্শন করে রাজ্জাক নামের এক ব্যক্তির নিকট থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয় জুটন মিয়া। ভুক্তভোগী রাজ্জাক বিষয়টি বুজতে পেরে সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করলে আদালত আসামি জুটনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান শনাক্ত করা হলে হাজারিবাগ থানা পুলিশ কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ সংশ্লিষ্ট থানায় সোর্পদ করে।

জুটনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায় হলেও তিনি কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এএম/এসআইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা