কুমিল্লায় তিন শিক্ষার্থীর হিজাব কাটার ঘটনায় বিক্ষোভ

​​​​​​​কুমিল্লা, প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৪০| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৪২
অ- অ+

কুমিল্লায় সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তিন শিক্ষার্থীর হিজাব কেটে নেওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা। কলেজের সিনিয়রি শিক্ষিকা মিরন নাহারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

রবিবার কলেজের ক্লাসরুমে হিজাব কাটার এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কলেজ শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- একই কলেজের ২য় বর্ষের বনশ্রী ধর এবং প্রথম বর্ষের উর্মি সুলতানা ও সালমা আক্তার।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হিজাব পরা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। এতে হস্তক্ষেপ বা কাটার অধিকার কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের নেই। তারা বলেন, আমরা কলেজ প্রশাসনের দ্বারা বিভিন্ন সময় হয়রানির শিকার হই। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই শিক্ষিকার যথাযথ শাস্তি দাবি করেন।

তবে এ ঘটনায় ভুল স্বীকার করে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন অভিযুক্ত শিক্ষিকা মিরন নাহার। তিনি বলেন, হিজাবে কাঁচি লাগিয়ে আমি ভুল করেছি। এটা আমার উচিত হয়নি। ঘটনাটি এত বড় আকার ধারণ করবে আমি বুঝতে পারিনি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা