টানা চারদিনের শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড় 

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:১৬| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৩১
অ- অ+

পঞ্চগড়ে টানা চারদিন ধরে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রতিদিন ভোর থেকেই শুরু হয় ঘন কুয়াশা। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি।

এদিকে কয়েকদিন ধরেই রাতভর ঘন কুয়াশা থাকলেও সকালের দিকে কুয়াশা কমে আসে। সারাদিন হালকা কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকে চারদিক। বুধবার দুপুরের দিকে অল্প সময় সূর্যের আলো দেখা যায়। তবে বিকালের মধ্যেই আবারও কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা।

বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আচ্ছন্ন ছিল এলাকা। সঙ্গে হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হয়। হাড় কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ১ ডিগ্রি।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইপিএল: দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস
জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক
চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা