উত্তরায় মাইলস্টোন কলেজের বাসে ছাত্রীকে ধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২০:১৩
অ- অ+
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাস।

রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজের বাসে চালকের হাতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর গাড়ি চালকসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

এ বিষয়ে করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর দুপুর ১১টা ৫০ মিনিটের দিকে উত্তরা দিয়াবাড়ি ১৮ নং সেক্টর মাধবীলতা বিল্ডিংয়ের পূর্ব পাশে রাস্তার ওপরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাসের মধ্যে উঠিয়ে ওই শিশু শিক্ষার্থীকে (১২) ধর্ষণ করেন গাড়িচালক হারুনুর রশিদ (৫০)।

ঘটনার অনেক দিন পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পরিবার। সেসময় শিশুটি জানায় সে অন্তঃসত্ত্বা। ঘটনা জানার পর ২০ জানুয়ারি মালিহার বাবা রেজাউল হক বাদী হয়ে তুরাগ থানায় বাসচালক হারুনসহ দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপর অভিযান চালিয়ে গাজীপুর এরশাদ নগর এলাকা থেকে হারুন ও মো. তুষার (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেন তুরাগ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম মোল্লা।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মাইলস্টোন কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় স্কুলের বাসচালক হারুন অর রশিদের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী নিয়মিত স্কুলবাসে করে আসা-যাওয়া করতে। এ বিষয়ে তার বাবা জানতে পারলে তাকে মাইলস্টোন স্কুল থেকে সরিয়ে উত্তরা সাউথ পয়েন্ট স্কুলে ভর্তি করিয়ে দেন। এরপর অভিযুক্ত আসামি হারুন অর রশিদ (৫০) একদিন মালিহাকে সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে গাড়িতে উঠিয়ে ধর্ষণ করেন।

এ ব্যাপারে মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মাসুদ আলম মুঠোফোনে ঢাকা টাইমসকে বলেন, এটা আমার কলেজের বিষয় না।

কলেজের বাসে ধর্ষণের ঘটনার ব্যাপারে মাইলস্টোন কলেজের ট্রান্সপোর্ট সুপারভাইজার শাহাদাত হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি কোনো সদুত্তর দেননি।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার
সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা