বিপিএল: আবিষ্কা-ক্যাম্ফারের ঝড়ে চট্টগ্রামের বিশাল সংগ্রহ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:১৩| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:২৭
অ- অ+

চলতি বিপিএলের সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে তামিমের বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে আবিষ্কা ফার্নান্দোর ব্যাটে ফরচুন বরিশালের বিপক্ষে রানপাহাড়ে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে তারা। শেষ ৫ ওভারেই দলটি তুলেছে ৮৪ রান।

জয় দিয়ে আসর শুরুর পরের দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যায় ফরচুন বরিশাল। তাই জয়ের জন্য মরিয়া বরিশাল সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। মাত্র ২১ রানেই ২ উইকেট হারায় তারা। এর পরেই শাহাদাত হোসেনকে নিয়ে জুটি গড়েন আবিষ্কা ফার্নান্দো। এই জুটির ৭০ রান ভর করে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। আভিষ্কা ফার্নান্দোর ৯১ রানের ইনিংসে ২০ ওভারে চার উইকেটে ১৯৩ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আবিষ্কার পাশাপাশি এ দিন ঝড় তোলেন কার্টিস ক্যাম্ফারও। এ ছাড়া শাহাদাত হোসেন দিপুর ইনিংসও স্বস্তি দিয়েছে চট্টগ্রামকে।

চট্টগ্রামের হয়ে আজ ওপেনিংয়ে নামেন আবিষ্কা ফার্নান্দো ও তানজিদ হাসান তামিম। তবে নিজেদের জুটিকে বেশি দূর নিয়ে যেতে ব্যর্থহন তারা। দলীয় ১২ রানে তানজিদ হাসান তামিমের বিদায়ে ভেঙে যায় এই জুটি। আগ্রাসী হয়ে খেলতে থাকা তামিম ইনিংসের প্রথম বলে রান নিতে পারলেও পরের তিন বলেই বাউন্ডারি হাঁকান। কিন্তু এর পরেই ঘটে ছন্দপতন। ওভারের পঞ্চম বলে ডিপ স্কোয়ার লেগে দুনিথ ভেল্লালাগের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।

তানজিদ হাসান তামিমের পর সাজঘরে ফিরে যান ইমরান উজ্জামানও। ৮ বলে ৪ রান করে তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ২১ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে চট্টগ্রাম।

২১ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন আবিষ্কা ফার্নান্দো ও শাহাদাত হোসেন। এই জুটির ৭০ রানে ভর করে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। দলীয় ৯১ রানে ইয়ানিক ক্যারিয়াহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান শাহাদাত হোসেন। যার ফলে ৭০ রানেই ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে শাহাদাত হোসেন করেন ২৯ বলে ৩১ রান। শাহাদাত হোসেনের বিদায়ের পর নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে জুটি গড়েন আবিষ্কা ফার্নান্দো। এর মাঝেই ব্যক্তিগত অর্ধমতক তুলে নেন তিনি। বরিশালের বিপক্ষে আজ তিনি ৪০ বলে তুলে নেন ৫০ রান।

হাফ সেঞ্চুরির পর আরও আগ্রাসী হয়ে যান এই শ্রীলঙ্কান। দুনিথ ভেল্লালাগের একই ওভারে টানা তিন বলে একটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন তিনি।

দলীয় ১৯ ওভারে ফিরে যান নাজিবউল্লাহ। দুজনের ৬৮ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। আফগান ব্যাটার নাজিবউল্লাহ ১৯ বলে ১৮ রান করে এক্সট্রা কাভারে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। রাব্বির পরের তিন বলে তিনটি চার হাঁকিয়ে দলের রান আরও বাড়িয়ে দেন কার্টিস ক্যাম্ফার।

এই দুজনের নৈপুণ্যে শেষ পর্যন্ত দারুণ সংগ্রহ গড়ে চট্টগ্রাম। ৫০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন আভিষ্কা, ইনিংসে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কার মার। ক্যাম্ফার করেন ৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৯ রান। এই বিপিএলে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা