বিপিএল: টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা

চলতি বিপিএলের সিলেট পর্বের দ্বিতীয় দিনে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে সাকিবের রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকা। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
ঢাকা পর্বের প্রথম ধাপ এবং সিলেট পর্বের শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। তারকায় ঠাসা দলটি এখন জয়ের খোঁজে। অন্যদিকে, জয় দিয়ে শুরু করা ঢাকাও নিজেদের শেষ ম্যাচে হেরেছে। রংপুরের বিপক্ষে দারুণ কিছু করতে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে মাঠে নেমেছে তারা।
এবারের বিপিএলে এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে নেই সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে তারা। তারকায় ভরপুর দলটি পয়েন্ট টেবিলেও আছে নিচের দিকে। তাই এই ম্যাচে জয় তুলে নিতে বদ্ধপরিকর দলটি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তারা।
এই ম্যাচে ঢাকার একাদশে আছে দুই পরিবর্তন। চতুরঙ্গ ডি সিলভার বদলি হিসেবে দলে এসেছেন সাইম আইয়ুব। উসমান কাদিরের বদলই হিসেবে দলে এসেছেন আলাউদ্দিন বাবু।
রংপুর রাইডার্স স্কোয়াড
রনি তালুকদার, বাবর আজম, ব্রেন্ডন কিং, শামীম হোসাইন, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মাহেদী, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
দুর্দান্ত ঢাকা স্কোয়াড
সাইম আইয়ুব, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, মোহাম্মদ নাঈম, অ্যালেক্স রোস, ইরফান শুকুর, আলাউদ্দিন বাবু, লাসিথ ক্রসপুলে, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। (ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন