তাপসের সুর-সংগীতে গাইলেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। পাশাপাশি তিনি একজন রাজনীতিক। যাদবপুর কেন্দ্রের তৃণমূলের সংসদ সদস্য এই নায়িকা। এই দুটি পরিচয়েই দুই বাংলার দর্শক চেনেন মিমিকে। কিন্তু এই সাংসদ নায়িকা যে গানও করেন, তা হয়তো অনেকেরই অজানা।
সেই মিমি এবার গাইলেন বাংলাদেশি গান। সম্প্রতি গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতে ‘ভাল্লাগছে না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার এই নায়িকা। যেটি প্রকাশ হয়েছে গত রবিবার (২৮ জানুয়ারি) মিমির ইউটিউব চ্যানেলে।
মজার অথচ তির্যক কথায় সাজানো গানটি এমন- ‘জোর করে হাসতে ভাল্লাগছে না/ ভুল ভালোবাসতে ভাল্লাগছে না/ সব ভালো বলতে ভাল্লাগছে না..’। তাহলে কী করতে ভালো লাগবে মিমির? সেটির জবাবও আছে এতে- ‘মন বলে ডানা মেলে নিজের মতো বাঁচতে/ সব ভুলে মন খুলে আবার ভালোবাসতে’।
গানটি নিয়ে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজে তো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’
‘ভাল্লাগছে না’ গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন। এর আগে অন্য শিল্পীদের গাওয়া বাংলাদেশি একটি গানে চিত্রনায়ক নিরবের বিপরীতে মডেল হয়েছিলেন মিমি। এবার হলেন নিজের গানের মডেল।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এজে)

মন্তব্য করুন