সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আঠারমাইল-পাইকগাছা সড়কের গোনালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামিরুল ইসলাম তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে। একই সঙ্গে সে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, জামিরুল সকালে মোটর সাইকেলযোগে তালা বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে গোনালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এআর)

মন্তব্য করুন