আশুলিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা 

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ২০:২৯
অ- অ+

সাভারের আশুলিয়ায় মিম (২১) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তার সাবেক স্বামী।

মঙ্গলবার বিকালে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এঘটনা ঘটে।

নিহত মিমের গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি এলাকায়। আর ঘাতক সাবেক স্বামী মো. নাইম মিয়া নাটোর জেলার সদর উপজেলার মকিনপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের তালাক হয়ে যায়।এরপর নাইম আরেকটি বিয়ে করলেও মিমকে আবারো বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতো। এসব নিয়ে প্রায়ই রাস্তাঘাটে মিমকে বিরক্ত করতো। এরই জেরে আজ দুপুরে নাইম মিমের ভাড়া বাসায় আসেন। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয় এক পর্যায়ে মিমকে ছুরিকাহত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন নাইম।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ দুটোর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা