মধ্যরাতে রাজধানীতে বৃষ্টির হানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৪

দেশজুড়ে চলছে মাঘ মাসের শীত। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসা তীব্র শীতে জনজীবন যখন একরকম বিপর্যস্ত ঠিক সেরকম সময়ে বুধবার মধ্যরাতে রাজধানীকে ভিজিয়ে গেল এক পশলা বৃষ্টি।

অনাহুত অতিথির মতো হঠাৎ হানা দেওয়া ক্ষণিকের এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষেরা। সরেজমিন রাজধানীর গুলিস্তানে দেখা যায়, গণপরিবহনের জন্য অপেক্ষমাণ শতশত ঘরমুখো মানুষ হঠাৎ বৃষ্টিতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এসময় বৃষ্টি থেকে বাঁচতে ফুটপাতের চায়ের দোকান, মসজিদ, পুলিশ বক্স ও মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে আশ্রয় নিতে দেখা যায় অনেককে।

চায়ের দোকানে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকা রাকিব নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি ঢাকা টাইমসকে বলেন, 'ফ্লাইওভারের পাশে রাস্তা ঝাড়ু দিচ্ছিলাম এরমধ্যেই ঝুপ করে বৃষ্টি শুরু হয়, দৌঁড়ে নিরাপদ আশ্রয়ে আসতে আসতে গায়ের জামাকাপড় প্রায় অর্ধেক ভিজে গেছে।'

মাঘ মাসে এরকম আর বৃষ্টি কখনো দেখেননি বলেও জানান রাকিব।

পাশেই দাঁড়িয়ে ছিলেন আবু জাফর নামে মধ্যবয়স্ক আরেক ব্যক্তি। তিনি ঢাকা টাইমসকে জানান, কাঁচপুর যাবার উদ্দেশ্যে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দক্ষিণ পাশের রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বৃষ্টির কবলে পড়ে আশ্রয় নিয়েছেন ফুটপাতের চায়ের দোকানের ত্রিপলের নিচে।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে দেখা যায়, তীব্রতা থাকলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি। তবে, ১৫/২০ মিনিটের ওই বৃষ্টির পরে রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে একটি বাস এলে হুমড়ি খেয়ে পড়েন শত শত মানুষ। এসময় ৫০ সিটের বাসে প্রায় তিনগুন যাত্রী নিতেও দেখা যায়।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এমএস/আরআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন

সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

বাসাবোতে ৩ শ্রমিকের মৃত্যু: ভবন মালিক ও ঠিকাদারকে আসমি করে মামলা

সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী সিমিন

আবারও দুদিনের হিট অ্যালার্ট জারি

টুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি

‘শিল্পের মাধ্যমে পরিবেশের সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান’

এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি: পলক

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মন্দির, গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :