মধ্যরাতে রাজধানীতে বৃষ্টির হানা

দেশজুড়ে চলছে মাঘ মাসের শীত। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসা তীব্র শীতে জনজীবন যখন একরকম বিপর্যস্ত ঠিক সেরকম সময়ে বুধবার মধ্যরাতে রাজধানীকে ভিজিয়ে গেল এক পশলা বৃষ্টি।
অনাহুত অতিথির মতো হঠাৎ হানা দেওয়া ক্ষণিকের এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষেরা। সরেজমিন রাজধানীর গুলিস্তানে দেখা যায়, গণপরিবহনের জন্য অপেক্ষমাণ শতশত ঘরমুখো মানুষ হঠাৎ বৃষ্টিতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এসময় বৃষ্টি থেকে বাঁচতে ফুটপাতের চায়ের দোকান, মসজিদ, পুলিশ বক্স ও মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে আশ্রয় নিতে দেখা যায় অনেককে।
চায়ের দোকানে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকা রাকিব নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি ঢাকা টাইমসকে বলেন, 'ফ্লাইওভারের পাশে রাস্তা ঝাড়ু দিচ্ছিলাম এরমধ্যেই ঝুপ করে বৃষ্টি শুরু হয়, দৌঁড়ে নিরাপদ আশ্রয়ে আসতে আসতে গায়ের জামাকাপড় প্রায় অর্ধেক ভিজে গেছে।'
মাঘ মাসে এরকম আর বৃষ্টি কখনো দেখেননি বলেও জানান রাকিব।
পাশেই দাঁড়িয়ে ছিলেন আবু জাফর নামে মধ্যবয়স্ক আরেক ব্যক্তি। তিনি ঢাকা টাইমসকে জানান, কাঁচপুর যাবার উদ্দেশ্যে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দক্ষিণ পাশের রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বৃষ্টির কবলে পড়ে আশ্রয় নিয়েছেন ফুটপাতের চায়ের দোকানের ত্রিপলের নিচে।
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে দেখা যায়, তীব্রতা থাকলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি। তবে, ১৫/২০ মিনিটের ওই বৃষ্টির পরে রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে একটি বাস এলে হুমড়ি খেয়ে পড়েন শত শত মানুষ। এসময় ৫০ সিটের বাসে প্রায় তিনগুন যাত্রী নিতেও দেখা যায়।
(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এমএস/আরআর)

মন্তব্য করুন