চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কমিশনার হচ্ছেন খসরু!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন নিয়ে এরইমধ্যে তারকাদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও উন্মাদনা। ইতোমধ্যেই নতুন-পুরনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতিও সেরে ফেলেছেন।
এরমধ্যে জানা গেল, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।
বৃহস্পতিবার বিকালে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শোনা যাচ্ছে এখানেই চূড়ান্ত হয়েছে এবারের প্রধান নির্বাচন কমিশনার!
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ২০২৪-২৬ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন খোরশেদ আলম খসরু। এ বিষয়ে এই প্রযোজক বলেন, ‘আমিও শুনেছি। তবে এ বিষয়ে এখনও চিঠি পাইনি। চিঠি পেলে অন্যান্য কমিশনারদের সঙ্গে বসে নির্বাচনের তারিখ ঘোষণা করব। তারপর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করব।’
এদিকে শিল্পী সমিতির আরেকটি সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে খোরশেদ আলম খসরুর নাম প্রস্তাবে রয়েছে। তবে সাত দিন পর আবারও শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা হবে। সেখানে চূড়ান্ত নির্বাচন কমিশনার নির্ধারণ করা হবে।
এর আগে ২০২২-২৪ মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পীরজাদা শহীদুল হারুন। তার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ নিয়ে কম চর্চা হয়নি।
এবারের প্রধান নির্বাচন কমিশনে বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেনসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এলএম/কেএম)

মন্তব্য করুন