কৃত্রিম পা হারানো স্বেচ্ছাসেবক দলের নেতার পাশে বিএনপি

বিএনপি ঘোষিত লক্ষ্মীপুরে হরতাল কর্মসূচি পালনকালে গত ২৩ নভেম্বর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা লক্ষ্মীপুর সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোক্তার হোসেনের কৃত্রিম পা ভেঙে দেয়।
বৃহস্পতিবার ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কৃত্রিম পা ও আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মোক্তার হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/জেবি/কেএম)

মন্তব্য করুন