শাবনূরের অভিনয়ে ফেরা নিয়ে বড়োসড়ো প্রশ্ন তুললেন রিয়াজ

নতুন বছরের শুরুতে দেশে এসেছেন অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বিরতি ভেঙে ফিরেছেন অভিনয়ে। একাধিক সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন রেকর্ড ১০ বার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ বিজয়ী এই অভিনেত্রী। তার মধ্যে একটি ‘মাতাল হাওয়া’ অন্যটি ‘রঙ্গনা’।
তবে শাবনূরের এই ফেরা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন ঢালিউডের আরেক জনপ্রিয় তারকা রিয়াজ আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাবনূরের অভিনয়ে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে এই নায়ক বলেন, ‘তিনি (শাবনূর) যদি সিনেমা করতে চান, তাহলে এতদিন বিরতিতে থাকার কী মানে ছিল?’
যদিও শাবনূরের জন্য শুভকামনাও জানিয়েছেন রিয়াজ। বলেন, ‘সিনেমা যদি করতে হয় তিনি (শাবনূর) ভালো কিছু করুক। সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা আছে। কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে তার সঙ্গে দেখা হয়েছিল, তাকে আমি অভিনন্দন জানিয়েছি।’
এক সময় রিয়াজ-শাবনূর জুটি তুমুল জনপ্রিয় ছিল। জুটি বেঁধে করেছেন ৪০টিরও বেশি সিনেমা। সালমান শাহ-শাবনূর জুটির পর রিয়াজ-শাবনূর জুটিকেই ৯০-এর দশক থেকে এখন পর্যন্ত সবচেয়ে সুপারহিট হিসেবে বিবেচনা করা হয়। তাদের বেশিরভাগ সিনেমাই ব্যবসাসফল।
তবে ২০১২ সালের ডিসেম্বরে বিয়ে করার পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। এর কয়েক মাস পর থেকেই তিনি অস্ট্রেলিয়ায় থাকতে শুরু করেন এবং দেশটির নাগরিকত্ব লাভ করেন। প্রথমে শাবনূর এবং পরে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে জুটি ভাঙায় সিনেমা কমিয়ে দেন রিয়াজও।
এই নায়ক বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন বেশি। পাশাপাশি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য। যদিও রিয়াজ ভোটে পাস করেননি। মিশা-জায়েদ প্যানেলের এক সদস্যের প্রার্থিতা বাতিল হলে তিনি দায়িত্ব পান। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছেন রিয়াজ।
(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন