ঝালকাঠিতে জাহাজের ধাক্কায় মালবাহী কার্গো ডুবি

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৩
অ- অ+

ঝালকাঠি গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় ভোজ্য তেল সিমেন্টসহ মালবাহী একটি কার্গো ডুবে গেছে। তবে কার্গোর চালকসহ শ্রমিকই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার রাতে জেলা সদরের কেওড়া ইউনিয়নের সারেঙ্গল এলাকার গাবখান চ্যানেলে দুর্ঘটনা ঘটেছে।

কার্গো থেকে উঠে আসা শ্রমিক এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ থেকে সাড়ে হাজার বস্তা সিমেন্ট বিভিন্ন ভোজ্য তেল নিয়ে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকায় যাত্রা করে নূর মদিনা নামের একটি কার্গো। এসময় বিপরীত দিক থেকে আসা মারিয়া রহমান- নামের অপর একটি জাহাজের সঙ্গে পাশ থেকে ধাক্কা লাগে। এতে কার্গোটির তলা ফেটে গিয়ে আস্তে গাবখান চ্যানেলে মালামালসহ ডুবে যায়।

কার্গোতে থাকা শ্রমিকরা অভিযোগ করে বলেন, সঠিক পথ ধরেই কার্গোটি বাগেরহাটের মোল্লারহাটে যাওয়ার জন্য গাবখান চ্যানেল অতিক্রম করছিল। কিন্তু বিপরীত দিক থেকে আসা জাহাজটি কোনো সাইড না দিয়েই কার্গোটির পাশে ধাক্কা দিয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. ছিদ্দিকুর রহমান বলেন, দুর্ঘটনার স্থানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। কার্গোটিতে থাকা শ্রমিক নিরাপদে উদ্ধার হয়েছেন। তাদের তেমন কোনো ক্ষতি হয়নি।

(ঢাকাটাইমস ডেস্ক/০৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা