অভিষেক বিপিএলেই রেজা-নিশামের ফিফটি, রেকর্ড সংগ্রহ রংপুরের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৩
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক ম্যাচ খেলতে নেমেই ফিফটি হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটার রেজা হেনড্রিক্স ও কিউই ব্যাটার জেমস নিশাম। উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন রনি তালুকদার-রজা হেনড্রিকস। সেই ভিতের উপর দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জেমস নিশাম।রেজা হেনড্রিক্স ও জেমস নিশাম জোড়া ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। তাতে দশম আসরে প্রথম কোনো দল হিসেবে সংগ্রহটা দুইশ ছাড়িয়েছে রংপুর রাইডার্স।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন রেজা হেনড্রিক্স।

রংপুরের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রংপুর শিবিরে নতুন যোগ দেওয়া রেজা হেনড্রিক্স আর তার সাথে ছিলেন রনি তালুকদার। এই দুই ব্যাটার শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। প্রথম পাওয়ার প্লেতে তুলে নেন ৫২ রান। কিন্তু এর পরের ওভারেই ঘটে ছন্দপতন। ১৭ বলে ২৪ রান করা রনি তালুকদার নিহাদুজ্জামানের বলে মিড উইকেটে শাহাদাত হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ভাঙে ৬১ রানের জুটি।

আগের ম্যাচে অলরাউন্ড পারফর্ম করে দলকে জেতানো সাকিব ওয়ার ডাউনের পর ক্রিজে নামেন। ক্রিজে নেমে রেজা হেনড্রিক্সকে দেখেশুনেই খেরতে থাকেন। এই জুটিতে ভর করে ১০ ওভার ১ বলেই দলীয় শতক পূর্ণ করে রংপুর। এরপরেই রংপুরের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন রেজা হেনড্রিক্স। চট্টগ্রামের বিপক্ষে আজ তিনি ৩৬ বলেই তুলে নেন ৫০ রান।

এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল রংপুর। তখনই এই জুটিকে থামান সালাউদ্দিন শাকিল। সালাউদ্দিন শাকিলের বলে উইকেটরক্ষক টম ব্রুসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে সাকিব আল হাসান। আউট হওয়ার আগে করেন ১৬ বলে ২৭ রান। তার বিদায়ে ভাঙে ৬০ রানের জুটি।

সাকিবের পথ ধরে একই ওভারে সাজঘরে ফিরে যান রেজা হেনড্রিক্সও। সালাউদ্দিন শাকিলের বলে ডিপ পয়েন্টে জস ব্রাউনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১২২ রানে ৩ উইকেট হারায় রংপুর।

১২২ রানে ৩ উইকেট হারানোর পর নুরুল হাসান সোহানের সঙ্গে জুটি বাঁধেন রংপুর শিবিরে নতুন যোগ দেওয়া জেমস নিশাম। চতুর্থ উইকেটে তারা গড়েন ৮৯ রানের জুটি। রেজা হেনড্রিক্সের পর নিজের প্রথম ম্যাচেই ব্যাক্তিগত অর্ধশতক তুলে নেন জেমস নিশামও। চট্টগ্রামের বিপক্ষে মাত্র ২৬ বলে অর্ধশতক তুলে নেন তিনি। এই জুটির ৮৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে চলতি আসরের সর্বোচ্চ ২১১ রানের ইনিংস গড়ে তারা। জেমস নিশাশ ২৬ বলে ৫১ ও নুরুল হাসান সোহান ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা