বাংলাদেশের শিক্ষা খাতেও অবদান রাখতে চাই: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষাখাতে অবদান রাখার কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর ছয়সূতি লায়ন মুজিব মুনা গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চীনা ভাষা শিখার ব্যবস্থা নিতে চাই। সেজন্য পরীক্ষামূলকভাবে কুলিয়ারচরে লায়ন মুজিব মুনা গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর জন্য একটি ডিজিটাল ক্লাস রুম গড়ে তোলা হবে। সেখানে শিক্ষার্থীরা চীনা ভাষা শিখে উচ্চতর শিক্ষার জন্য চীনে যাওয়ার সুযোগ পাবেন।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে পূর্বের মত বর্তমানে বাংলাদেশ সরকারের উন্নয়নের অংশীদার হয়ে চীন কাজ করছে। এ দেশে চীন শুধু সড়ক, বিমানবন্দর ও সেতু নির্মাণ করছে এমন নয়। শিক্ষাক্ষেত্রও অবদান রাখতে চাই। আজকে এই স্কুলে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা শুরু করতে চাই। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতায় চীনের পক্ষ থেকে স্মার্ট স্কুল নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
ইয়াও ওয়েন বলেন, এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পরে আমি অনেক খুশি । এখানে খেলা দেখে আমার ছোট বেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি স্কুলটির অনেক গল্প শুনেছি। জেলার শিক্ষার মান উন্নয়নে এই স্কুলটি গুরুত্বপূর্ণ পালন করে।
তিনি বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার ওপর । চীন হচ্ছে বাংলাদেশের ভালো বন্ধু। চীন অনেক দিন যাবত সহায়তা দিয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইয়াও ওয়েন বলেন, তোমরা বয়সে অনেক ছোট। বড় হয়ে চীনা ভাষা শিখলে চীনে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। একই সঙ্গে চীনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাষ্ট্রদূতের সহধর্মিনী মিস লিও, কন্যা জো ওয়াও।
এছাড়া কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সারোয়ার জাহান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, লায়ন মুজিব মুনা গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মুশিউর আহমেদ।
(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)