‘অফারে কক্সবাজার’ গেলে কী হয়?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫ | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

কিছুদিন পরপর নানা ধরনের অফার দিয়ে থাকে কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্টগুলো। থাকা-খাওয়া থেকে শুরু করে ঘুরে বেড়ানো―সব কিছুইতেই অফার। এবার এসব অফার নিয়ে নির্মিত হলো কমেডি ঘরানার নাটক ‘অফারে কক্সবাজার’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মেঘ হিম। রচনাও তার।

‘অফারে কক্সবাজার’ নাটকটি প্রযোজনা করেছে মো. বোরহান খান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জামিল হোসেন, ইমু শিকদার, সৌরভ দত্ত, ইমরান হোসেন আজান, নাসির উদ্দিনসহ অনেকে।

নাটকটি সম্পর্কে নির্মাতা মেঘ বলেন, ‘একজন মানুষ একটা অফারে কক্সবাজার যায়। সেখানে যাওয়ার পর থেকে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা। এসব ঘটনা নিয়েই নির্মিত হয়েছে নাটকটি।’

নাটকটি প্রসঙ্গে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার খ্যাত অভিনেতা জামিল হোসেন বলেন, ‘অনেক দিন যাবৎ ঢাকার বাইরে কাজ করা হচ্ছিল না। সেই থেকে পরিকল্পনা এবং বাস্তবায়ন। নতুন কিছু করার চেষ্টা করছি। আশা করছি দর্শক উপভোগ করবেন।’

নাটকটি নিয়ে আশাবাদী এর প্রযোজক বোরহান খান। তিনি বলেন, ‘সময় পেলেই দেশের মানুষ অবকাশ যাপনে কক্সবাজার যায়। সেখানে যাওয়া পর্যটকদের আকৃষ্ট করতে নানা ধরনের অফার দিয়ে থাকে সেখানকার হোটেল মোটেল ব্যবসায়ীরা। সেসব হোটেলে উঠার পর ঘটতে থাকে নানা ধরনের ঘটনা। এসব ঘটনা নিয়ে এই নাটকটি নির্মাণ করা হয়েছে।’

তিনি জানান, খুব শিগগিরই দেশের এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পর নাটকটি দেখা যাবে ইউটিউব চ্যানেলে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :