কাঠ ও টিনের চালায় সেজেছে স্টল, ছবি তোলার হিড়িক

শেখ শাকিল হোসেন, ঢাবি প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫২
অ- অ+

‘অমর একুশে বইমেলা-২০২৪’ এ আকাশ পাবলিকেশনের স্টল সেজেছে কাঠ ও টিনের তৈরি ঘরে। নান্দনিক সাজে সাজানো এ স্টলের সৌন্দর্যে মেতেছে মেলায় আগত দর্শনার্থীরা। ‘আকাশ’ কেন্দ্র করে দর্শনার্থীদের একটি অংশ নেমেছে ছবি তোলার প্রতিযোগিতায়

সরেজমিনে, আকাশের স্টলে তথা ঘরে ঢুকতেই দেখা গেল প্রকাশনা প্রতিষ্ঠানটির বিভিন্ন বই সাজানো আছেতবে, বইয়ের চেয়ে দর্শনার্থীদের ছবি তোলায় মনোযোগ বেশিঘরের ভেতরে একটি পোস্টারে লেখা– ‘ছবি তুলুন; বই ক্রয় করে আমাদের উৎসাহিত করুন

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আলী আজগর সৌমিককে দেখা গেল ছবি তোলায় ব্যস্তকথায় কথায় তিনি ঢাকা টাইমসকে জানালেন, বন্ধুদের সঙ্গে বইমেলায় এসেছেন। মেলায় এরকম ঘর আগে দেখেননি জানিয়ে তিনি বলেন, হঠাৎ দেখলাম কাঠের ঘরের কাঠামোয় একটি স্টলস্টলের ভেতরে এসে ছবি তুলেছিবইও দেখেছিকাঠের ঘরটি দেখে ভালো লাগলো

আরেক দর্শনার্থী মোহাম্মদ নাঈম চাকরি করেন বসুন্ধরা সিটি শপিং মলেতিনি ঢাকা টাইমস বলেন, মূলত ঘুরতে এসেছিবই পছন্দ হলে কিনবোএদিক দিয়ে যাচ্ছিলাম; হঠাৎ চোখে এই স্টলটি পড়লোএরপর প্রবেশ করলামএকটা বই পড়তেছিলামজায়গাটা সুন্দরআমরা এখানে ছবি তুলেছি

এদিকে দর্শনার্থীদের চাপ সামলাতে বেশ তৎপর দেখা গেল বিক্রয়কর্মীদেরতারা জানালেন, বেশিরভাগ দর্শনার্থীরাই ছবি তুলে চলে যাচ্ছেন

আকাশ পাবলিকেশন বিক্রয়কর্মী তাপসি আক্তার ঢাকা টাইমসকে বলেন, ‘সবাই আমাদের স্টলে আসছেনবেশিভাগ দর্শনার্থী ছবি তুলে চলে যাচ্ছেনআমাদের ইতিহাসভিত্তিক বই বেশিযাদের ইতিহাসে আগ্রহ আছে তারা বই কিনছেনবিভিন্ন গোয়েন্দা সংস্থার ওপরও বই আছে আমাদের।’

মো. শফিকুল ভূঁইয়া নামের আরেক বিক্রয়কর্মী ঢাকা টাইমসকে বলেন, বাংলাদেশের মুন্সিগঞ্জ-বিক্রমপুর অঞ্চলে এ ধরণের ঘর দেখা যায়সেরকমই একটি ঘরে আমরা স্টল সাজিয়েছিতবে, মানুষ বই কেনার চেয়ে এখানে এসে ছবি তোলে বেশি

গতবছর কুঁড়েঘরের আদলে স্টল সাজিয়েছিল আকাশ পাবলিকেশনআগামী বছর ভিন্ন কোনো অবকাঠামোয় স্টল সাজানো হবে বলে জানালেন সংশ্লিষ্টরা

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসকে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
দেশের মানুষ নির্বাচন চায় না এটা ড. ইউনুসের অভিমত, সাধারণ মানুষের নয়: আমিনুল হক
সামরিক অভিযানের ‘সবুজ সংকেত’ দিলেন মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা