মিয়ানমারে পাচারকালে অকটেন উদ্ধার, দুই পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪২
অ- অ+

কক্সবাজারের রামু থেকে মিয়ানমারে পাচারকালে ৫শ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে খুনিয়াপালং পেঁচারদ্বীপ মাংলাপাড়া রেজু খালে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অকটেন উদ্ধারসহ পাচারকারীদের আটক করেছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (' এণ্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, পেঁচারদ্বীপ মাংলাপাড়া রেজুর খাল থেকে আনুমানিক ২০০ গজ উত্তর দিকে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কতিপয় চোরাকারবারি অবৈধভাবে মিয়ানমারে অকটেন পাচার করার জন্য অবস্থান করছে। এই খবর পেয়ে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে। সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা মোটর সাইকেলসহ ৫শ লিটার অকটেন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-পেঁচারদ্বীপ মাংলা পাড়ার আবদুস সোবহানের ছেলে নুরুল হক (৩০) একই এলাকার আবুল হোসেনের ছেলে রহমত আলী (৩৫)। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা