ভুটানে জুডো প্রতিযোগিতায় বাংলাদেশের দিপুর দ্বিমুকুট

ভুটানের থিম্পুতে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি হয়ে গেলো জিতা-কিওই জুডো প্রশিক্ষণ ক্যাম্প ও দ্বিতীয় ভুটান জিতা-কিওই আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের দিপু দেওয়ান +৬৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেছেন।
বাংলাদেশের আরেক প্রতিযোগী মো. আনিছুর রহমান আকাশ -৬৬ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন।
পাশাপাশি দলগত খেলায় দিপুর দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তিনি দ্বিতীয় স্বর্ণ পদক জেতেন।
বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে পদক জয়ী দুই তরুণের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুন নাহার হিরু।
(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এমএইচ/এমআর)

মন্তব্য করুন