মির্জাপুরে ডাকাত দলের হামলায় ট্রাকচালক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২ | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ডাকাত দলের ছুরিকাঘাতে নাজমুল ওরফে আজিজুল (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় তাদের হামলায় আহত হয়েছেন ট্রাকের হেলপার ও নিহতের শ্যালক আবু তালেব (২৫)।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের পূর্ব দিকে এই ঘটনা করে।

নিহত নাজমুল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার যতীন্দ্র নারায়ণ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

আহত আবু তালেব জানান, শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ থেকে ট্রাকে ভুট্টা বোঝাই করে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে চালক ট্রাকটি থামান। পরে ট্রাক থেকে নেমে সড়কে পড়ে থাকা বস্তা সরাতে গেলে ১০/১২ জন সশস্ত্র ডাকাত তাকে ঘিরে ফেলে তার সঙ্গে থাকা নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় এবং মারপিট করতে থাকে। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা তার বুকে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকার শুনে সিএনজি পাম্পে থাকা টহল পুলিশের একটি দল এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) অটল কুমার জানান, আহত হেলপারের চিৎকার শুনে টহল টিমের সদস্যদের নিয়ে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :