নীলফামারী প্রেসক্লাব নির্বাচন: সিয়াম সভাপতি, নুর আলম সম্পাদক

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪২

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এ.বি এম মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন এর নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম সাধারণ সম্পাদক বিজয়ী নির্বাচিত হয়েছেন।

শনিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২১টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ৩৯টি ভোটের মধ্যে সভাপতি পদে ২৬টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন এবিএম মঞ্জুরুল আলম সিয়াম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শীষ রহমান পেয়েছেন ১২টি ভোট।

অপর দিকে, সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম ২১টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, এটিএন বাংলা ও এটিএন নিউজ’র নীলফামারী জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন পেয়েছেন ১৭টি ভোট। নিজস্ব প্রতিবেদক ঢাকা টাইমস ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সর্বোচ্চ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ শাহ ও সুভাস বিশ্বাস বিজয়ী নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে ২২ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ এর নীলফামারী জেলা প্রতিনিধি রাজীব চৌধুরী রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দৈনিক শিক্ষা.কম এর নীলফামারী জেলা প্রতিনিধি একরামুল হক লাবু। তিনি পেয়েছেন ১৬ ভোট। এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ, অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ এবং নির্বাহী সদস্য পদে মোস্তফা আবিদ, কাজী মাহবুবুল হক দোদুল, তৈয়ব আলী সরকার, নুর আলম সিদ্দিকী দুলাল, আরিফুল ইসলাম, মুশফিকুর রহমান সৈতক ও নুরে আলম বাবু বিজয়ী হয়েছেন। সভ-সভাপতি পদে বিজয়ী নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান বাড্ডা, হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, আনোয়ারুল আলম প্রধান এবং হামিদুল্লাহ সরকার। এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মোশারফ হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মনিরুল হাসান শাহ আপেল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আলিফ নুরা রীনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নির্বাচিত হয়েছেন। ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনি বোর্ড।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :