অতিরিক্ত আইজি হলেন পুলিশের ১৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৮| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪
অ- অ+

বাংলাদেশ পুলিশের ১৪ জন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্তি আইজি) হয়েছেন। এরমধ্যে ৪ জন পেয়েছেন নিয়মিত পদোন্নতি, বাকি ১০ জন পদোন্নতি পেয়েছেন সুপার নিউমারারি পদে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো. মাহাবুবুর রহম শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে উল্লিখিত কর্মকর্তাগণকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-২, টাকা ৬৬ হাজার-৭৬ হাজার ৪৯০) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সুপার নিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো।

নিয়মিত পদে পদোন্নতিপ্রাপ্ত চারজন হলেন, পুলিশ অধিদপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তাওফিক মাহবুব চৌধুরী, এন্টি টেররিজম ইউনিটের মোহা. আব্দুল আলীম মাহমুদ ও হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভূঞা।

এছাড়া সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান ও বশির আহম্মদ, পুলিশ ট্রেনিং ড্রাইভিং স্কুলের ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটেলিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ কে এম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের আব্দুল বাতেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা