ফরিদপুরে বঙ্গবন্ধুর ৩৫ ফুট উঁচু ম্যুরাল ও মুজিব মঞ্চ উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২০| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৬
অ- অ+

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫ ফুট উঁচু ম্যুরাল ও মুজিব মঞ্চের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের এমপি এ.কে আজাদ।

মঙ্গলবার বিকালে জেলার সর্ব বৃহৎ আকৃতির এই ম্যুরাল ও মুজিব মঞ্চের উদ্বোধন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান অতিথিরা। পরে স্বাধীনতার যুদ্ধের সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের প্রার্থী ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোরশেদ আলম, আওয়ামী লীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তিনি এদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন, কিন্তু ঘাতকেরা তার রাষ্ট্র শাসনের অল্প কিছুদিন পরেই তাকে নির্মমভাবে সপরিবার হত্যা করে। আর তার কন্যা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, দুর্বল অর্থনীতি থেকে এ দেশকে বিশ্বের দরবারে সম্মানজনক অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি করিয়েছেন। দেশের হতদরিদ্র মানুষের ভাগ্যর চাকা পরিবর্তনের লক্ষ্যে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আরকান মহাসড়ক চার লেন করার দাবি বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির 
নোয়াখালীতে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা 
মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র দেখানো ব্যক্তি জাতীয় পার্টি নেতার ভাই, ঘটনার বিষয়ে যা জানা গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা