সশস্ত্র বাহিনীর পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সশস্ত্রবাহিনীর বিভিন্ন পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর লে. কর্নেল মো. শিবলী সাদিককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সুপারিটেনডেন্ট ইঞ্জিনিয়ার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিআইআইএসএস বিভাগের উপপরিচালক (প্রশাসন) মেজর মো. নাজমুল হক মাদলকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মেজর মো. ওয়াহিদুল ইসলাম। এছাড়া বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এয়ার কমডোর মো. মোয়াজ্জেম হোসেনকে নিজ বাহিনীতে এবং তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এসএস)

মন্তব্য করুন