স্পেনের ভ্যালেন্সিয়া অগ্নিকাণ্ডে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১

স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি বহুতল আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিশুসহ কমপক্ষে আরও ১৪ জন। আহতদের মধ্যে ছয়জন দমকলকর্মীও রয়েছেন। জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি উঁচু আবাসিক ব্লকে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই আগুন শহরের ক্যাম্পনার এলাকার একটি ১৪ তলা অ্যাপার্টমেন্ট ব্লককে গ্রাস করে এবং একপর্যায়ে পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।

বিবিসি বলছে, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক কর্মীদের ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বারান্দা থেকে লোকদের উদ্ধার করতে দেখা গেছে এবং স্থানীয় মিডিয়া বলছে, অন্যরা হয়তো এখনও ভেতরে আটকে থাকতে পারে।

ছয় দমকলকর্মী এবং এক শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আগুন এখনও জ্বলছে এবং সেটি নিয়ন্ত্রণে আনা যায়নি। ২০টিরও বেশি ফায়ার ক্রু আগুন নেভাতে কাজ করছে এবং লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের শিকার এই বিল্ডিংটিতে ১৩৮টি ফ্ল্যাট রয়েছে এবং এতে ৪৫০ জন বাসিন্দা ছিলেন বলে বিল্ডিংটির ম্যানেজারের বরাত দিয়ে সংবাদপত্র এল পাইস জানিয়েছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীরা ক্রেন ব্যবহার করে বেশ কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করেছে, যাদের মধ্যে সপ্তম তলায় থাকা এক দম্পতিও রয়েছে।

একজন নারী বলেন, দমকলকর্মীরা বিল্ডিংয়ের প্রথম তলায় আটকে পড়া একটি কিশোর ছেলেকে উদ্ধার করার চেষ্টা করছে বলে তিনি দেখেছেন।

এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় স্পেনে বিল্ডিং নির্মাণে ব্যবহৃত উপকরণ সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভ্যালেন্সিয়ার কলেজ অব ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সের ভাইস প্রেসিডেন্ট এসথার পুচাদেস স্প্যানিশ বার্তাসংস্থা ইফেকে বলেছেন, তিনি আগে ভবনটি পরিদর্শন করেছিলেন।

তিনি দাবি করেছেন, এর বাইরের অংশে পলিউরেথেন উপাদান রয়েছে, যার দাহ্য বৈশিষ্ট্য নিয়ে শঙ্কার কারণে আর ব্যাপকভাবে ব্যবহার করা হয় না।

ভবনের দ্বিতীয় তলায় বসবাসকারী এক ব্যক্তি টিভি চ্যানেল লা সেক্সতাকে বলেছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তিনি বলেন, আগুনটি ১০ ​​মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে। বিল্ডিংয়ের সামনের অংশে থাকা উপাদানের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে বলেও জানান তিনি।

ডেভিড হিগুয়েরা নামে একজন প্রকৌশলী এল পাইসকে বলেন, ভবনের ক্ল্যাডিং আগুনের দ্রুত বিস্তারের কারণ হতে পারে। তিনি বলেন, বিল্ডিংয়ের বাইরের স্তর হিসেবে তৈরি ফোম ইনসুলেটরসহ অ্যালুমিনিয়াম প্লেটগুলো ‘তাপ এবং ঠান্ডা প্রতিরোধে খুব ভালো, তবে এগুলো খুব দাহ্য।’

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় একটি মাঠ হাসপাতাল স্থাপন করা হয়েছে বলে আরটিভিই রিপোর্ট করেছে। আর আগুনের কারণে বাড়ি থেকে বাস্তুচ্যুত লোকদের হোটেলে রাখা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাখাইনে দুর্ভিক্ষের মুখোমুখি ২০ লাখ মানুষ: জাতিসংঘ

ইসরায়েলি মন্ত্রিসভায় রদবদল, নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ 

ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন সুসি উইলস

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

৩৭০ ফেরানোর প্রস্তাব: জম্মু ও কাশ্মীর বিধানসভায় ধস্তাধস্তি

ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি, অবৈধ অভিবাসীদের তাড়ানোসহ সাত কাজে অগ্রাধিকার

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বায়ুদূষণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

শীর্ষ টিম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা, যে অনুরোধ করলেন কমলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :