সোনারগাঁ সরকারি কলেজের হিসাব রক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

ভর্তিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজের হিসাবরক্ষক মো. জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সরকারি কলেজের গেটের বাইরে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার বিকালে আহতের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদ (২৫), সৈয়দ হোসেনের ছেলে মাহিম (২৪) ও ফুলবাড়িয়া গ্রামের মোমেনের ছেলে আশিক (২৬) এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগের নেত্রীবৃন্দ গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে দেখতে যান। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁ থানা পুলিশকে দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, সোনারগাঁ সরকারি কলেজের হিসাব রক্ষক মো. জাহাঙ্গীরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন