পার্বতীপুরে সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৭
অ- অ+

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুরের গুলপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটার পর সকাল ১০টায় রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে বেলা সোয়া ৩টার দিকে লাইনচ্যুত বগিটিকে উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে একটি মালবাহী ট্রেন রংপুর যাওয়ার সময় গুলপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সময় দোলনচাঁপা এক্সপ্রেস, বুড়িমারী মেইল ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসসহ তিনটি ট্রেন আটকা পড়ে।

লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী।

পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয় এবং সোয়া তিনটার দিকে ট্রেনটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা