চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

চাঁদপুর সদরে বাবাকে মারধর করায় ছেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ছেলে ফারুক হোসেনকে (৪০) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে ওই গ্রামের বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
তিনি বলেন, সকালে বাগাদীতে পিতার ওপর আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। জিজ্ঞাসাবাদে বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে ফারুক দোষ স্বীকার করায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কারাদণ্ডপ্রাপ্ত ফারুকরা তিন ভাই। তার বড় একজন এবং ছোট একজন। সে একসময় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। মাদকের সঙ্গে জড়িয়ে বিপথগামী হয় ফারুক। যে কারণে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যায়। সে তার বাবার সঙ্গে এ ধরনের আচরণ অহরহ করে বলে জানান তারা।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন