কারাগারে বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান​

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৭

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নকেও কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার দিনাজপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

আদালত সুত্রে জানা যায়, নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন তারা। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এদিকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান আদালতে আত্মসমর্পণ করছেন এ সংবাদ জানাজানি হলে সকাল থেকেই আদালতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়। তাকে জেল হাজতে নেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ব্যাপক স্লোগান দিতে থাকেন। এ সময় দায়িত্বরত পুলিশ প্রিজনভ্যানে করে তাকে নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দিনাজপুরের দশমাইল-রংপুর মহাসড়কের রাণীর বন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র রায় বাদী হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :