ক্যানসারে আক্রান্তের খবর ভুয়া দাবি, যা বললেন সাবিনা ইয়াসমিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২
অ- অ+

বহু বছর আগে একবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ চিকিৎসার মাধ্যমে সুস্থও হয়েছিলেন। সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, আবারও মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই গায়িকা। তবে সে খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন তিনি।

সিঙ্গাপুর থেকে এক অডিও বার্তায় সাবিনা ইয়াসমিন দাবি করেছেন, তিনি ক্যানসারে আক্রান্ত নন। নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।

গায়িকার কথায়, ‘আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতি বছর নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি৷’

তার দাবি, ‘এবার চেকআপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা দেয়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।’

অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী বলেন, ‘ডাক্তারের সাথে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে৷ ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো, ইনশাআল্লাহ।’

শেষ দিকে সবাইকে অনুরোধ জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘সবার প্রতি একটা অনুরোধ; অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে দিয়ে জাতিকে বিভ্রান্তিতে ফেলবেন না৷ যা আমার এবং বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য কষ্টের কারণ হয়৷’

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন। এবার তিনি ওরাল ক্যানসারে আক্রান্ত। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে তার চিকিৎসা চলছে।

শিল্পীর পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, সিঙ্গাপুরের হাসপাতালে এরইমধ্যে ৬৯ বছর বয়সি এই কিংবদন্তি গায়িকার একটি সার্জারি করা হয়েছে তার। দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপি। তবে এসব খবর সত্যি নয় বলে জানালেন সাবিনা ইয়াসমিন।

এর আগে ২০০৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাংলা গানের এই পাখি। সবার সহযোগিতায় সেবার ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এই শিল্পী। সাবিনা ইয়াসমিনের দাবি অনুযায়ী, দাঁতের চিকিৎসার জন্য বর্তমানে তিনি সিঙ্গাপুর রয়েছেন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা