কুসিক উপনির্বাচন: মেয়রপ্রার্থী কায়সারকে কারণ দর্শানোর নোটিশ 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫

রাস্তায় মিছিল ও শো-ডাউন করার কারণে কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের ঘোড়া প্রতীকের মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সোমবার বিকালে নগরীর রেসকোর্স মোড় ও শাসনগাছা ফ্লাইওভার এলাকায় মিছিল ও শো-ডাউন করেন, যা নির্বাচনি বিধিমালা লঙ্ঘিত হয়েছে। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট কারণ দর্শানোর জন্য বলা হয়।

প্রসঙ্গত, এই সিটিতে আগামী ৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ার কথা রয়েছে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন মেয়রপ্রার্থী।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :