সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোসা. নুপুর আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে (নাসিক) ৩নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ সানারপাড় এলাকার তার বসবাসরত ভাড়াবাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোসা. নুপুর আক্তার নোয়াখালী জেলার মৃত রফিকউল্লাহর মেয়ে। তার স্বামীর নাম মো. রুবেল। তিনি প্রবাসে থাকেন। নুপুর আক্তার তার তিন বছরের একটি ছেলে সন্তান নিয়ে সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বলেন, মৃত গৃহবধূ তার বাসার ভেতর থেকে দরজা লাগিয়ে আত্মহত্যা করেছেন। আমরা গিয়ে ঘরের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।
(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)