বিচারকের সামনে বিচারপ্রার্থীকে মারধর, আইনজীবীকে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫০
অ- অ+

আদালতের বিচারকক্ষে বিচারপতির সামনে এক বিচারপ্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী মো. নাঈমকে সাময়িক বহিস্কার করেছে ঢাকা বার এসোসিয়েশন।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ ঘটনা ঘটে।

আদালতে জেরার এক পর্যায়ে ওই আইনজীবী বিচারপ্রার্থীর মাথায় আঘাত করেন। এতে ওই বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়। এ ঘটনায় আইনজীবী মো. নাঈমকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে ঢাকা আইনজীবী সমিতির (বার) সদস্য পদ থেকে তাকে তিন মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির (বার) সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনি ঢাকা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। আপনার সদস্য নম্বর ২৫৩৭৫। আপনি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের মক্কেলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। যা ঢাকা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ৩৫ ধারার বিধান মোতাবেক পেশাগত অসদ আচরণের শামিল।

এমতাবস্থায়, উক্ত ঘটনার কারণে গঠনতন্ত্রের ৩৫ ধারার বিধান মোতাবেক পেশাগত অসদ আচরণের জন্য আপনার ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ তিন মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হইল।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ-এমপিভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা