বিচারকের সামনে বিচারপ্রার্থীকে মারধর, আইনজীবীকে সাময়িক বহিষ্কার
আদালতের বিচারকক্ষে বিচারপতির সামনে এক বিচারপ্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী মো. নাঈমকে সাময়িক বহিস্কার করেছে ঢাকা বার এসোসিয়েশন।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ ঘটনা ঘটে।
আদালতে জেরার এক পর্যায়ে ওই আইনজীবী বিচারপ্রার্থীর মাথায় আঘাত করেন। এতে ওই বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়। এ ঘটনায় আইনজীবী মো. নাঈমকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে ঢাকা আইনজীবী সমিতির (বার) সদস্য পদ থেকে তাকে তিন মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির (বার) সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনি ঢাকা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। আপনার সদস্য নম্বর ২৫৩৭৫। আপনি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের মক্কেলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। যা ঢাকা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ৩৫ ধারার বিধান মোতাবেক পেশাগত অসদ আচরণের শামিল।
এমতাবস্থায়, উক্ত ঘটনার কারণে গঠনতন্ত্রের ৩৫ ধারার বিধান মোতাবেক পেশাগত অসদ আচরণের জন্য আপনার ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ তিন মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হইল।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসআইএস)
মন্তব্য করুন